top of page

"মানবাধিকার গোল্ডেন পিস এ্যাওয়ার্ড -২০২২" পেলেন জনাব মোঃ আনোয়ারুল হক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ আবেদ হোসেন



জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ (গভ: রেজিঃ এস-১০৮০৩) এর উদ্যোগে গত ২৩ এপ্রিল-২০২২ খ্রি. রোজ শনিবার, হোটেল এশিয়া এন্ড রিসোর্টস(ফোর স্টার) পুরানা পল্টন, ঢাকায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য-গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ জনাব মোঃ আনোয়ারুল হক, (সুপার, হাজীপুর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়াকে)-সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জনাব এম ফারুক "মানবাধিকার গোল্ডেন পিস এ্যাওয়ার্ড-২০২২"তার হাতে এ সম্মাননা তুলে দেন। জনাব মোঃ আনোয়ারুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। তিনি এ দেশের প্রখ্যাত আলেম মরহুম মাওঃ আবদুর রহমান সাহেবের ছোট ছাহেবজাদা।

Comments


Categories

Also Featured In

© 2023 by "This Just In".

bottom of page