top of page

ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত জবি শিক্ষার্থীদের


সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। করোনার প্রাদুর্ভাব স্বাভাবিক অবস্থায় আসা পর্যন্ত এই ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বহাল থাকবে। রোববার দুপুর ৩টায় শিক্ষার্থীরা এই ঘোষণা দেয়।

এরআগে, বেলা ২টায় সব বিভাগের ক্লাস ক্যাপ্টেনরা একত্রিত হয়। সেখানে দীর্ঘ এক ঘণ্টা আলোচনার পর তারা এই ঘোষণা দেয়।

শিক্ষার্থীরা জানান, বিশ্বব্যাপী করোনা আতঙ্কে ভুগলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। বাড়ি থেকে আমাদের পরিবার চিন্তিত। বারবার ফোন দিয়ে বাড়ি চলে যাওয়ার জন্য তাগিদ দিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন সদুত্তর না পেয়ে আমরা নিজেরাই ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।


Categories

Also Featured In

© 2023 by "This Just In".

bottom of page