top of page

পর্যায় সারণীতে স্বীকৃতি পেল চার নতুন মৌল।


পর্যায় সারণীতে যুক্ত হলো আরও চারটি নতুন মৌল। ৩০ ডিসেম্বর,2015 রাসায়নিক নামকরণের পরিভাষা এবং পরিমাপ পদ্ধতি নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক সংস্থা-ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড অ্যাপ্লায়াইড কেমিস্ট্রি (আইইউপিএসি) নতুন এ চারটি মৌলের স্বীকৃতি দেয়।

এগুলো যুক্ত হয় পর্যায় সারণির ৭ নম্বর সারিতে। এতে ওই সারি পূর্ণ হয়। মৌলগুলি হচ্ছে ,

1.নিহোনিয়াম Nihonium (Nh) Atomic Numbers : 113
2. মস্কোভিয়াম Moscovium (Mc) Atomic Numbers : 115
3.টেনেসি Tennessine (Ts); Atomic Numbers : 117
4.ওগানেসন Oganesson (Og). Atomic Numbers : 118
গত বছরের ৩০ ডিসেম্বর আইইউপিএসির গবেষকেরা এই মৌলগুলোকে সারণিতে রাখার পক্ষে মত দেন। তবে ওই সময় মৌলগুলোর এখনো কোনো স্বীকৃত নাম বা প্রতীক গৃহীত হয়নি। মৌলগুলো জাপান, রাশিয়া, যুক্তরাষ্ট্রের গবেষকেরা তৈরি করেছেন। নিহোনিয়াম নামটি গৃহীত হওয়ায় এশিয়ার গবেষকেদের উদ্ভাবন করা মৌল প্রথমবারের মতো সারণিতে স্থান পাচ্ছে। জাপানের গবেষকেরা উদ্ভাবন করেছেন ১১৩তম মৌলটি।

Categories

Also Featured In

© 2023 by "This Just In".

bottom of page