শ্রেষ্ঠ গবেষক পদক পেলেন জবি শিক্ষক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন মালয়েশিয়ার পুত্রজায়ার ম্যারিয়ট হোটেলে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে শ্রেষ্ঠ গবেষক পদক লাভ করেছেন।
University kebangsaan Malaysia(UKM) and international center for theoretical psychics(ICTP) এর আয়োজনে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনটি অনুষ্ঠিত হয়। প্রতিপাদ্য বিষয় ছিল technology for societies wellbeing.
গত ১৪ থেকে ১৬ নভেম্বর শুরু হওয়া আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনটি উদ্বোধন করেন পদার্থ বিজ্ঞানে নোবেল বিজয়ী অধ্যাপক ড. তাকাকি কাজিতা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও মনোবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান কাজী সাইফুদ্দীন psycho- social well- being in relation to the psycho- Acoustic Factors Identified by ACF শিরোনামে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে ১৬২ জন প্রবন্ধ উপস্থাপকের মধ্যে শ্রেষ্ঠ গবেষক পদক লাভ করেন।
উল্লেখ্য যে, অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন জাপানের কোবে বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ মনোবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়সহ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো হিসেবে কাজ করছেন।