top of page

বইমেলায় সোপান স্যারের ‘মনের নির্বাসন’


অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের পাঠসূত্রের স্টলে পাওয়া যাচ্ছে সোপানুল ইসলাম সোপানের উপন্যাস ‘মনের নির্বাসন’।

স্টল নম্বর ৪৫০-৪৫১। বইটি প্রকাশ করেছে কমন রুম। এটি সোপানের প্রথম উপন্যাস। তথাকথিত সভ্যতার দাপটে মানুষের মন যে আজ নির্বাসিত। এই উপন্যাসের একটা বড় অংশ জুড়ে তার ব্যাখ্যা-বিশ্লেষণ রয়েছে। উপন্যাসটির লেখক সোপানুল ইসলামের ভাষ্য, তিনি এই উপন্যাসের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকতে চান। সোপানুল ইসলাম সোপান ব্রাহ্মণবাড়িয়ায় আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে ২০০৫ সাল থেকে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ দিন ধরে তিনি শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত আছেন ।

Categories

Also Featured In

© 2023 by "This Just In".

bottom of page