প্রধানমন্ত্রী পদক পাচ্ছেন দুই জবি শিক্ষার্থী
প্রধানমন্ত্রী পদক ২০১৩ ও ২০১৪’র জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তারা হলেন ৩৫তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জবির ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক শিক্ষার্থী সুবীর কুমার দাস এবং আইন বিভাগের সাবেক শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।
মঙ্গলবার দুপুর ২টায় প্রধানমন্ত্রীর পদকে মনোনীত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জবির ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক শিক্ষার্থী সুবীর কুমার দাস।
তিনি বলেন, সোমবার আমার কাছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে গত ৫ ফেব্রুয়ারি ইস্যুকৃত চিঠি এসে পৌঁছেছে। চিঠিতে মার্চে কোনো এক সময় অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
ওই অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৩৯ জন মেধাবী শিক্ষার্থীকে পদক দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।