top of page

প্রধানমন্ত্রী পদক পাচ্ছেন দুই জবি শিক্ষার্থী


প্রধানমন্ত্রী পদক ২০১৩ ও ২০১৪’র জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তারা হলেন ৩৫তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জবির ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক শিক্ষার্থী সুবীর কুমার দাস এবং আইন বিভাগের সাবেক শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।   মঙ্গলবার দুপুর ২টায় প্রধানমন্ত্রীর পদকে মনোনীত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জবির ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক শিক্ষার্থী সুবীর কুমার দাস।   তিনি বলেন, সোমবার আমার কাছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে গত ৫ ফেব্রুয়ারি ইস্যুকৃত চিঠি এসে পৌঁছেছে। চিঠিতে মার্চে কোনো এক সময় অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।   ওই অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৩৯ জন মেধাবী শিক্ষার্থীকে পদক দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী পদক ২০১৩ ও ২০১৪’র জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তারা হলেন ৩৫তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জবির ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক শিক্ষার্থী সুবীর কুমার দাস এবং আইন বিভাগের সাবেক শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।

মঙ্গলবার দুপুর ২টায় প্রধানমন্ত্রীর পদকে মনোনীত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জবির ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক শিক্ষার্থী সুবীর কুমার দাস।

তিনি বলেন, সোমবার আমার কাছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে গত ৫ ফেব্রুয়ারি ইস্যুকৃত চিঠি এসে পৌঁছেছে। চিঠিতে মার্চে কোনো এক সময় অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

ওই অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৩৯ জন মেধাবী শিক্ষার্থীকে পদক দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


Categories

Also Featured In

© 2023 by "This Just In".

bottom of page